বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ABHISHEK: নির্বাচন কমিশন গণতন্ত্রের হত্যাকারী: অভিষেক

Sumit | ০৯ এপ্রিল ২০২৪ ১৯ : ২২Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি: আমি একজন এসপি পদ মর্যাদার আধিকারিক। আমার উপর একজন ডিরেক্টর জেনারেল রয়েছেন। আমি কখনোই তাঁর সম্মতি ছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে নিজের বাড়িতে বৈঠক করতে পারি না। বিশেষ করে যখন নির্বাচন বিধি লাগু হয়ে রয়েছে। এখানে শুধু এন আই এর এসপি কে ডেকে পাঠালে চলবে না। লোক দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে একটা শোকজ করা হলে চলবে না। এখন সব কিছুই নির্বাচন কমিশনের অধীন। যদি আপনি অভিযোগ পেয়ে রাজ্যের ডিজি কে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবার পাল্টে দিতে পারেন। তাহলে এক্ষেত্রেও এন আই এ র ডিজিকে পাল্টাতে হবে। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন পর্যন্ত কোনও বিআর সিদ্ধান্ত নেওয়া যাবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টে অনেক বিচারপতি এখনও রয়েছেন যারা মন প্রাণ দিয়ে সংবিধান গনতন্ত্রকে রক্ষা করার কাজ করে চলেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। তাঁরা না থাকলে দেশে সংবিধান গনতন্ত্র বলতে কিছুই থাকত না। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গণতন্ত্রকে হত্যা করার কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গুর কর্মিসভা শেষে এই কথা বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক অভিষেক ব্যানার্জি। এদিন তিনি বলেছেন, হুগলি জেলার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে সবথেকে বেশি ভোটে জিতবে তৃণমূল। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নাম না করে অভিষেক বলেন, উনি প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন। আগামী ৪জুন ভোটের ফল বেরোনোর পর প্রাক্তন হবেন। এদিন তিনি আরও বলেছেন বিজেপি ভোটের আগে বিরোধীদের এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে আটকাতে চাইছে। কিন্তু মানুষ ভোটে জবাব দেবে। আর এন আই এ এজেন্সির বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব। রাজ্যপাল আমাদের সঙ্গে কথা বলতে সহমত হয়েছেন। সময় পেলে আমরা আবার রাজভবন যাবো। এদিন সিঙ্গুরের বারুইপাড়া পলতাগড় পঞ্চায়েতের আজবনগর এলাকায় সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল কংগ্ৰেসের সাধারন সম্পাদক। জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি রিসর্টে এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সাতটি বিধানসভা এলাকার প্রায় ১২০জন শীর্ষ স্থানীয় নেতৃত্ব, জেলা পরিষদের সদস্য বিধায়ক, মন্ত্রী সকলে। উপস্থিত ছিলেন হুগলি কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24